কুলাউড়ায় হাদির গায়েবানা জানাজা
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:২৭:১৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ডাক বাংলো মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গায়েবানা জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।
জানাজাপূর্বক বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা নাহিদুর রহমান, লিংকন তালুকদার, শেখ বদরুল ইসলাম রানা ও রায়হান আহমদ। বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শকে ধারণ করে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।




