চৌকিদেখিতে প্রবাসীর বাড়ির দেয়ালের সাথে জোর করে ঘর নির্মাণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:২৮:৪২ অপরাহ্ন
নগরীতে বিল্ডিং কোড অমান্য করে ঘর নির্মাণ এবং তা অপসারণে প্রশাসনের ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন সিলেট সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এয়ারপোর্ট থানাধীন পূর্ব চৌকিদেখি এলাকার বাসিন্দা ও ইংল্যান্ডপ্রবাসী মো. ইকবাল হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার পার্শ্ববর্তী বাড়ির মালিক আলাউদ্দিন উরফে আলোয়ার মিয়া কোনো অনুমোদিত নকশা ও বৈধ অনুমতি ছাড়াই তার বাড়ির সীমানা দেয়ালের সঙ্গে সংযুক্ত করে অর্ধপাকা ইমারত নির্মাণ করেছেন।
তিনি বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে প্রথমে নির্মাণ কাজ শুরু হলে তিনি বাধা দেন। পরবর্তীতে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি রাতারাতি নির্মাণ কাজ চালিয়ে যান। এ বিষয়ে তিনি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং সিলেট সিটি কর্পোরেশনে অভিযোগ করার পরামর্শ দেয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি ও তার ভাড়াটিয়ারা তাকে হুমকি দিয়ে সিটি কর্পোরেশন থেকে অভিযোগ প্রত্যাহারের চাপ সৃষ্টি করেন এবং প্রাণনাশের ভয় দেখান। এ সময় তার স্ত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সংবাদ সম্মেলন থেকে সিলেট সিটি কর্পোরেশন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত অবৈধ নির্মাণ অপসারণ, বিল্ডিং কোড লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর নজরদারি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি


