বড়লেখায় ‘দারুল হিকমাহ আইডিয়াল মাদ্রাসার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ৮:০২:২৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ইসলামী ও জাগতিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে। শনিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ‘দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদ্রাসা’ নামক এই প্রতিষ্ঠানটির। এ উপলক্ষে থানা কমপ্লেক্সের উত্তর পার্শে মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশ।
বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজনীতিবিদ মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক ও সহকারী মৌলভী আবুল হাসান হাদীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামতলা দাখিল মাদ্রাসার সুপার ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সহিদ খান। প্রধান আকর্ষণের বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান মেহমানের বক্তব্য দেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লোকমান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মাওলানা এনামুল হক, নবপ্রতিষ্ঠিত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক তারেক আহমদ, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক এমএম আতিকুর রহমান, হলদিরপার জামেয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জসিম উদ্দিন ও প্রভাষক রেজাউল করিম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, ব্যবসায়ী আবুল হোসেন, শিক্ষার্থী অভিভাবক মাতাব উদ্দিন, জুনেদ আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ।


