আপিল শুনানির দ্বিতীয় দিন: প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৯:৩৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে আরও ৫৮ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।রোববার আপিলের দ্বিতীয় দিনে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়; যাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রয়েছেন। বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।
আপিল শুনানি শুরুর পর সব মিলে গত দুই দিনে ১০৯ জনের প্রার্থিতা ফিরল এবং একজন বৈধ প্রার্থী বাদ পড়েছেন।রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।এর আগে প্রথম দিন শনিবার শুনানিতে একজনের প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং শুনানি শেষে ৫১ জনের আপিল মঞ্জুর হলে তারা বৈধ প্রার্থী হন।আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মনোনয়নপত্র জমার পর বাছাইয়ে ১৮৪২ জন বৈধ প্রার্থী ছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বৈধ প্রার্থী বেড়ে হয়েছেন ১৯৫০ জন।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন বৈধ হওয়ার পাশপাশি সাতটি আবেদন না মঞ্জুর করা হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।এছাড়া শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।সোমবার ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।এবার ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১৭ জানুয়ারির মধ্যে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর পরদিন চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে।





