শান্তিগঞ্জে ১২০ পরিবারে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৭:৩৬:১৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা পাঁচজন গণমাধ্যমকর্মীর যৌথ উদ্যোগে উপজেলার ৩ ইউনিয়নের ১২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কমফোর্টার বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এসব কমফোর্টার বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানান, প্রতি বছরের মতো এবছরও ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ ক্যাম্পেইন পরিচালনা করে টাকা সংগ্রহ করা হয়। দেশ-বিদেশের মানবিক মানুষরা এই ক্যাম্পেইনে অনুদান দেন। এসব টাকায় ফাইবারে তৈরি ১২০টি কমফোর্টার পশ্চিম পাগলা, জয়কলস ও দরগাপাশা ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণের সময় গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, জামিউল ইসলাম তুরান, নোহান আরেফিন নেওয়াজ, কুহিনুর রহমান নাহিদ ও আলাল হোসেন উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীরা বলেন, মানবিক মানুষদের অর্থায়নে প্রতি বছরই এই ক্যাম্পেইন করা হয়। আমরা চেষ্টা করি স্বচ্ছতা বজায় রেখে কাজটি করার। মানুষ অভূতপূর্ব সাড়া দিয়ে থাকেন। প্রতি বছরই কাজটি অব্যাহত রাখবো ইনশাল্লাহ।




