বড়লেখার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:০৬:৫১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার সুজানগর ইউনিয়নের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়। ৮ জানুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিষয়ভিত্তিক ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার ফলাফল ঘোষণা করেছে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। স্কুলপর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (আইসিটি) বিধান চন্দ্র দাশ, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের দশম শ্রেণির ছাত্রী তাকিয়্যা তাসকিন জয়া এবং শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী রওনক জাহান খান।
এছাড়া স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের স্কাউট শিক্ষক হালিমাতুন সদিয়া, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ক্যাডেট সার্জেন আবু সাঈদ নিশান, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র দত্ত, উপজেলা শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক দীপক চন্দ্র দাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বিভিন্ন ইভেন্টে স্কুল ও কলেজ পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠদের নামের তালিকা জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হয়েছে।





