মোগলাবাজারে গাঁজাসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:০২:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলার মির্জাপুর এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। গতকাল সোমবার (১২ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মির্জাপুর গ্রামে অভিযান চালায় মোগলাবাজার থানা পুলিশের একটি টিম। অভিযান চালিয়ে মির্জাপুর গ্রামের মাহমদ আলী ও সৈয়দুন্নেসার ছেলে কয়েস আহমদ (৫০) এবং একই গ্রামের আতাউর রহমানের ছেলে ফয়সাল আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।




