ঘরের মাঠের শেষটা জয়ে রাঙালো সিলেট
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:২৬:৪৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট পর্বের শেষটা জয় রাঙিয়েছে সিলেট টাইটান্স। সোমবার রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের আরও কাছে পৌঁছে গেছে তারা।টস জিতে প্রথমে বোলিং করে সিলেট ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে দেয় রংপুরকে। কার্যকরী স্পিনে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন মঈন আলী ও নাসুম আহমেদ। মঈন ২ ওভারে ৮ রান দিয়ে নেন ২ উইকেট আর নাসুম ১৯ রানে নিয়েছেন ৩টি। পেসার শহিদুল ইসলামও কার্যকর ছিলেন। ৩৬ রানে নেন ৩টি উইকেট।
রংপুর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে। ব্যতিক্রম ছিল চতুর্থ উইকেটে ইফতিখার আহমেদ (১৭) ও খুশদিল শাহর (৩০) ৪০ রানের জুটি। এ ছাড়া লিটন দাস ২২ ও মাহমুদউল্লাহ ২৯ রান করেন।
জবাবে শুরু থেকেই ইনিংসের নিয়ন্ত্রণে ছিল সিলেট। ওপেনিং জুটিতে তৌফিক খান (৩৩) ও পারভেজ হোসেন ইমন যোগ করেন ৫৪ রান। ইমন ৪১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। তাছাড়া ২১ রান করেন আরিফুল ইসলাম। সব মিলে ৪ উইকেট হারিয়ে সিলেট ১৭.৩ ওভারে জয় নিশ্চিত করেছে। রংপুরের হয়ে ১৮ রানে দুটি উইকেট নেন নাহিদ রানা।
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট টাইটান্স। অন্যদিকে টানা তৃতীয় হারে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স : ১৯.১ ওভারে ১১৪/১০ (হৃদয় ৪, মায়ার্স ০, লিটন ২২, ইফতেখার ১৭, খুশদিল ৩০, সোহান ৯, নাঈম ২, সুফিয়ান ০, মুস্তাফিজ ০, মাহমুদউল্লাহ ২৯, নাহিদ ০*; মঈন ৪-১-৮-২, নাসুম ৪-০১৯-৩, শহিদুল ৪-০-৩৬-৩, রুয়েল ২-০-১২-০, মিরাজ ২-০-১৫-০, সালমান ৩.১-০-২৪-১)।
সিলেট টাইটান্স : ১৭.৩ ওভারে ১১৯/৪ (তৌফিক ৩৩, ইমন ৫২*, আরিফুল ২১, আফিফ ১২, ইথান ০, মঈন ০*; নাঈম ৪-০-২৩-১, মুস্তাফিজ ৩-০-২৮-০, খুশদিল ১-০-১১-০, সুফিয়ান ৪-০-১১-১, নাহিদ ৩-০-১৮-২, ইফতিখার ২.৩-০-২৮-০)। ফলাফল : সিলেট ৬ উইকেটে জয়ী।




