জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৭:০৪:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের একটি রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল ও জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, ব্যবসায়ী নুর মোহাম্মদ, সালামত আলী, ডা. আজিজুর রহমান, কৃষক ফখরুল ইসলাম, সাংবাদিক আমিনুর রহমান জিলু, শাহ ফুজায়েল আহমদ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবদুল ওয়াহিদ। এ সময় সাংবাদিক আমিনুল হক সিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত জগন্নাথপপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল। নব-গঠিত কমিটির সদস্যরা হলেন, উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবদুল হান্নান।
কার্যকরি কমিটির সদস্যরা হলেন, সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, সহ-সভাপতি সাইদুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন জালালী, দিলোয়ার হোসেন লিলু, লুৎফুর রহমান, মজনু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক সত্যবান দাস, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, জাকির হোসেন, নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক কলি বেগম, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, অর্থ সম্পাদক সালামত আলী, বাঁধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মাস্টার রুহুল আমিন, ডা.আজিজুর রহমান, আবদুল লতিফ চৌধুরী, সাংবাদিক তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, রুবেল মিয়া, জুবায়ের আহমদ, মনি দাস, মাহবুব আলম চৌধুরী, ইমজাদ মিয়া, গফ্ফার মিয়া, তাজুদ মিয়া, সেলিম মিয়া ও সুহেল মিয়া।





