নিরাপদ বাংলাদেশ চাই ইউকের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৬:৩০:৫৬ অপরাহ্ন

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং হাদি হত্যার বিচারের দাবিতে লন্ডনে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে লন্ডনে ব্যাথনাল-গ্রীন কফি কর্ণার হলরুমে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ইষ্ট লন্ডন শাখার সভাপতি মো. আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দীন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, মাহফুজ আহমদ চৌধুরী ও জামাল উদ্দিন আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী মাওলানা মামুনুর রশীদদ, আদিল আহমেদ, ইষ্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক রাহিদ আলী, আমিনুল ইহসান মো. শাকির ও শেখ আবুল ফাত্তাহ। উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ সেক্রেটারী ফারিহা আক্তার সুমি, সহ প্রচার সম্পাদক মো. ছাবিদ মিয়া, মহিলা শাখার সভাপতি নাদিয়া ফাতেমা, মুহাম্মাদ হানিফ রাব্বানি, শাফায়াত, মাহাদী হাসান, ফাহাদ আহমদ নিশাত, সুহেল আহমদ, সাংবাদিক ও মানবাধীকার কর্মী আব্দুল কাদের জিলানী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া করে আগামির বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। বক্তারা বলেন, যে দেশে জুলাইযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় ১ মাস হয়ে গেল তার হত্যার বিচার হয়নি। সে দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করা যায়না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের আগে ওসমান হাদির হত্যাকারীকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি




