বড়লেখায় ‘সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৮:২৬:৩১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌরশহরের অজমির এলাকার অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে বুধবার দুপুরে শতাধিক কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেছে ‘সমাজসেবায় মানিবক ফাউন্ডেশন’ নামক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। শীতে মানবিকতার উষ্ণ ছোঁয়া নিয়ে ফাউন্ডেশনের উপদেষ্ঠা জহির হোসেন গৌছ ও তার পরিবারবর্গের অর্থায়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক নারি উদ্যোক্তা সুহেনা আক্তার হেনার সভাপতিত্বে ও সিলেট ট্যুরিষ্ট ক্লাবের সিনিয়র সভাপতি রোটারিয়ান মো. নুরুল ইসলাম বাপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রোটারিয়ান অব সিলেট পাইওনিয়ারের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাফিজ চৌধুরী আবু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজনীতিবিদ মুজিব রাজা চৌধুরী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, মহিলা সম্পাদিকা হামিদা জাহান, সদস্য সুজেল আহমদ, নারী উদ্যোক্ততা ও মহিলা সমিতির সভাপতি রোকশান বেগম, ‘টিম ফর কোভিট ডেথ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাহাব উদ্দিন, তরুন সমাজসেবক সামছুল হাসান প্রমুখ।





