আন্তঃকলেজ ফুটবল’র ফাইনাল : বৃন্দাবনকে হারিয়ে চ্যাম্পিয়ন বালাগঞ্জ কলেজ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৮:৪৫:১৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক: সিলেট বিভাগীয় পর্যায়ে “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শনিবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজ ২-১ গোলে হবিগঞ্জের বৃন্দাবন কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে। সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ছোরাব আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, অধ্যক্ষ এনামুল হক সর্দার, অধ্যক্ষ আব্দুল মজিদ আজাদ, অধ্যক্ষ নাজমুল আনসারী, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ এর প্রভাষক সনজিদ কুমার পাল, সিলেট জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ আব্দুল আজিম, লিটন আহমদ প্রমুখ।





