জগন্নাথপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৭:১১:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন কলেজ, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়।
এর আগে সকাল ১১টায় মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশু ও ইমামদের নিয়ে এবং সোমবার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জনসাধারনের উপস্থিতিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার- প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়।




