বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৭
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৮:১২:৩৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বাদল মিয়াকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক মামলায় আরো ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। যুবলীগ নেতা বাদল মিয়া হাল্লা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
অপর ৬ আসামি হলেন- ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার মুদৎপুর গ্রামের সাজন আহমদ ওরফে রিপন (২৭), কুলাউড়ার কোরবানপুর গ্রামের মো. আব্দুর রহমান (৪৫), আবজালপুর গ্রামের মো. বসর মিয়া (৪৭), ফতেপুর গ্রামের মো. চুনু মিয়া (৬০), শেরপুর মুক্তিনগর গ্রামের মো. আব্দুল হাদি (৪৮) ও বড়লেখার মহুবন্দ এলাকার আনোয়ারা বেগম।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানিয়েছেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি-যুবদলের দলীয় কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্র্মীরা তাদের কর্মসূচিতে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ২০২৪ সালে বড়লেখা থানায় যুবদল নেতার দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি যুবলীগ নেতা বাদল মিয়াকে মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন। বুধবার রাতে বিভিন্ন মামলায় গ্রেফতার অপর ৬ আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




