সিলেট সফরে দুই উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:৩২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম দুদিনের সফরে সিলেট আসছেন। এর মধ্যে বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা ফারুক-ই-আজহম। তিনি সিলেট সার্কিট হাউসে রাতযাপন করেন।
শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় তিনি সিলেট বিভাগের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বেলা ১১টায় সিলেটের লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিত উঠানবৈঠকে যোগ দেবেন। একই স্থানে বিকাল সাড়ে ৩টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে রাত পৌনে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন উপদেষ্টা ফারুক-ই-আজম।
অপরদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনিও সিলেট সার্কিট হাউসে রাতযাপন করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনিও সিলেট বিভাগের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বেলা ১১টায় লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেবেন এবং বিকাল সাড়ে ৩টায় একই স্থানে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর বিকাল ৫টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সিলেট বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নূরজাহান বেগম। কর্মসূচি শেষে তিনি শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।





