জালালাবাদ ই-পেপার
সিলেট, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রিটায়ার্ড ব্যাংকার্স এসোসিয়েশনের বিভাগীয় কমিটি গঠন : আব্দুল মতিন সভাপতি, আজিজুল হক সম্পাদক


প্রকাশিত হয়েছে : ৭:০৯:৪৮,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৯

রিটায়ার্ড ব্যাংকার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৩ ডেসেম্বর আয়োজিত মতবিনিময় সভায় অবসর প্রাপ্ত সিলেট বিভাগের ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ কমিটি গঠিত হয়।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রিটায়ার্ড কর্মকর্তাদের কল্যাণ ও ব্যাংকিং সেক্টরে অবদান রাখার উদ্দেশ্যে সিলেট বিভাগের রিটায়ার্ড কর্মকর্তাদের নিয়ে স্থানিয় একটি হোটেলে আয়োজিত মতবিনিময়ে সর্বসম্মতিক্রমে রূপালী ব্যাংকের সাবেক জিএম মো. আব্দুল মতিনকে সভাপতি ও অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম মো. আজিজুল হককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জনতা ব্যাংক লিমিটেডের সাবেক জি.এম. মো.রিয়াজুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম. মো. আব্দুর রউফ তালুকদার, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম মো. আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক জনতা ব্যাংক লিমিটেডের সাবেক পিও মো. আব্দুল হাই পীর, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পিও মো. জুনেদ আহমেদ চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক অফিসার মো. আব্দুস শুকুর।
সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংকের সাবেক এসপিও. মো. কামাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অগ্রণী ব্যাংকের সাবেক এসপিও. মো. নুরুল হূদা ভুইয়া, অর্থ সম্পাদক সোনালী ব্যাংকের সাবেক পিও. মৃণাল কান্তি গোস্বামী, প্রচার সম্পাদক অগ্রণী ব্যাংকের সাবেক এসও. কাজী শামসুর রহমান, সহ-প্রচার সম্পাদক রূপালী ব্যাংকের সাবেক পিও আশরাফুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার নিত্যানন্দ চন্দ, সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জনতা ব্যাংকের সাবেক পিও কৃপেশ রঞ্জন দাস, মহিলা সম্পাদিকা রূপালী ব্যাংকের সাবেক পিও. শিবানী হালদার, দপ্তর সম্পাদক সোনালী ব্যাংকের সাবেক অফিসার সুব্রত কান্তি দাস।
নির্বাহী সদস্যরা হচ্ছেন জনতা ব্যাংকের সাবেক এজিএম. মো. আব্দুন নূর, রূপালী ব্যাংকের সাবেক এজিএম. মো. আলী আহমদ, অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার সুধাংশু রঞ্জন দাস, জনতা ব্যাংকের সাবেক পিও. মো. গোলাপ মিয়া, রূপালী ব্যাংকের সাবেক এসপিও. অনাথ বন্ধু এষ, সোনালী ব্যাংকের সাবেক এসপিও. আব্দুল ওয়াহিদ, জনতা ব্যাংকের সাবেক অফিসার আব্দুল ওয়াদুদ ও সোনালী ব্যাংকের সাবেক পিও. কমলেশ পুরকায়স্থ। বিজ্ঞপ্তি