গোলাপগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৭:৩৩:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাস।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ নোয়াবাড়ি গ্রামের মফুর আলীর ছেলে কামরান হোসেন (২৫) ও লক্ষনাবন্দ উত্তরগাঁও গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানা একদল পুলিশ গ্রেফতারকৃতদের নিজ নিজ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় কামরানের কাছ থেকে গাঁজা ও আলতাফের কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।