সিলেটে ৮৮ মাদক মামলার আলামত ধ্বংস
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৮:১৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিচারাধীন ৮৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পরিত্যক্ত বিল্ডিংয়ে উত্তর পাশে বিজ্ঞ মেট্রোপলিটন আদালত-২ এর ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়ার উপস্থিতিতে এসব আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আওতাধীন বিভিন্ন বিচারিক আদালতে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৫৮টি মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ৩০টি বিচারাধীন মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে, ১ হাজার ৬১০.২৫ লিটার চোলাই মদ, ২৯.২৯ কেজি ৪১৪ পুরিয়া গাঁজা, ৪৩১ বোতল ফেনসিডিল, ৩৯ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিয়ার এবং ৭ পুরিয়া হেরোইন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. মারফত আলী, সিএসআই মো. আইয়ুব আলী, এএসআই মো. ওসমান, কনস্টেবল পিযুষ রঞ্জন বিশ্বাস, কনস্টেবল আশুক আলী, কনস্টেবল রাসেল মিয়া ধ্বংসের কার্যক্রমে সহায়তা করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।