গ্রান্ড সিলেটে হাসন রাজা সঙ্গীত সন্ধ্যা কাল
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ১১:১৯:৪৭ অপরাহ্ন
আজ মরমী সাধক ও আধ্যাত্মিক কবি দেওয়ান হাসন রাজার ১৬৮ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কাল শুক্রবার Grand Sylhet Hotel & Resort এর স্কাই কাবানাতে হাসন রাজা সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সিলেট এর জনপ্রিয় কণ্ঠশিল্পী লাভলী দেব সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন গ্রান্ড সিলেটে হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন রাজী।