গোলাপগঞ্জে ডাকাতি-অস্ত্র মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৮:০১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত জামিল আহমদ উরফে মো. শামীম আহমদ উপজেলার বাদেপাশা ইউনিয়নের ফরমান আলীর ছেলে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় গোপন তথ্যের ভিত্তিতে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আহমদ হোসেনের নেতৃত্বে উপজেলার কোনাগাও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামী জামিল আহমদ উরফে মো. শামীম আহমদকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।