সিলেটে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২২, ৭:৫৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা আড়াইশ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাজমা বেগম ওরফে নাজু (৪০) দক্ষিণ সুরমার ভার্তখলার আব্দুর রহমানের স্ত্রী।
গতকাল তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দক্ষিণ সুরমা থানাধীন ক্বীন ব্রীজ সংলগ্ন সুইপার কলোনীতে মাদক ব্যবসায়ী নাজমাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।