কোম্পানীগঞ্জে ৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:১৬:০৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও (বৌবাজার) জামাল মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে ৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। এ সময় তারা চিনি পরিবহনের সাথে জড়িত থাকায় মোটরসাইকেলসহ এক চালককে আটক করেছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় চিনির এই অবৈধ গোডাউন থেকে চিনি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৩ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
সুত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ, মাঝেরগাঁও ও উৎমা সীমান্ত দিয়ে প্রতিদিন কয়েক’শ বস্তা ভারতীয় চিনি বাংলাদেশে প্রবেশ করে। এই চিনিগুলো মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন বাজারে যায়। সীমান্ত এলাকার বিজিবিকে ম্যানেজ করে মাঝেরগাঁও গ্রামের ২ ব্যক্তি চিনিসহ বিভিন্ন ভারতীয় মালামাল পাচার করে থাকে। তারা প্রতি বস্তা চিনি থেকে বিজিবির নাম ভাঙ্গিয়ে ৪শ টাকা করে নেয়। টুকেরগাঁওয়ে (বৌ বাজার) এই চিনিরই একটি গোডাউন ছিল জামাল মিয়ার। এছাড়া ভারতীয় পানেরও গোডাউন রয়েছে জামাল মিয়ার। বাংলাদেশ থেকে ভারতের চিনির ও পানের দাম কম থাকায় প্রতিদিন ভারত থেকে এসব পণ্য প্রবেশ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, ডিবি পুলিশের অভিযানে টুকেরগাঁও (বৌ বাজার) গোডাউন থেকে ৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।