সিকৃবি সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীকে ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৭:৪১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়া শুক্রবার রাতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। গুরুতর আহত ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। সংঘর্ষ চলাকালে ইটের টুকরো তার চোখে এসে পড়ে। এতে ওমর ফারুকের চোখের মনি ফেটে যায়। শনিবার দুপুরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের সময় ইটের টুকরো ওমর ফারুককের চোখে এসে পড়ে। প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে প্রেরণ করা হয়। সেখানে শনিবার দুপুরে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।
প্রক্টর বলেন, সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সংঘর্ষের কারণ খুঁজে বের করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ যে, শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন শুক্রবার বিকেলে কর্মীসভা ডেকেছিলেন। তবে দলের অন্য একটি বলয়ের নেতাকর্মীরা সভা আয়োজন না করতে বলছিলেন। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে বিকাল পৌনে ৩টার দিকে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় শাহপরান হলের বেশ কয়েকটি কক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের হলেও আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুইপক্ষকেই হলে সশস্ত্র অবস্থান নিতে দেখা গেছে।