হবিগঞ্জে মক্তবে যাওয়ার পথে শিশু খুন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:৩৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে এক শিশু খুন হয়েছে। মঙ্গলবার সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত শিশুর নাম ত্রিশা বেগম (৯)। সে ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে।
জানা গেছে, ত্রিশা প্রতিদিনের মতো গতকাল সকালে আরবি পড়তে গ্রামের মক্তবে যায়। এ সময় বাড়ির অদূরে তার চিৎকার শুনে বাবা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ত্রিশাকে মৃত ঘোষণা করেন। শিশু ত্রিশার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান স্থানীয় একটি পরিবারের সঙ্গে নিহতের বাবার বিরোধ রয়েছে। এনিয়ে মামলা মোকদ্দমাও চলছে। শিশু ত্রিশার বাবা সন্দেহ করছেন ওই পরিবার হত্যাকাÐটি ঘটিয়েছে। এ ঘটনা নিয়ে ইতোমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।