২৬০ বোতল ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৮:০৫:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিপুল পরিমান ভারতীয় মদসহ ১ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৬০ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ৬টায় বিয়ানীবাজার উপজেলার মইয়াখালি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি কালাম উদ্দিন (৩৭) উপজেলার সীমান্তবর্তী দুবাগ ইউনিয়নের মইয়াখালীর মৃত মড়াই মিয়ার ছেলে। এ ঘটনায় এসআই নিয়োজ মোর্শেদ আবির বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, গ্রেফতারকৃত কালাম পেশাদার মাদক কারবারি। শুক্রবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।