নগরে অবৈধ তিন ট্রাভেল এজেন্সিকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৮:৫৪:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আবারও সিলেটে অবৈধ ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বুধবার বিকেলে নগরের তালতলাস্থ সুরমা টাওয়ারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ট্রাভেল এজেন্সীর বৈধ কাগজপত্র না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের তত্বাবধানে এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১২ জানুয়ারি একই টাওয়ারে অবৈধ ৫টি ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা করা হয়।