তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় মালিকসহ ৩ জনের নামে মামলা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:২৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে হোটেল মালিক, ব্যবস্থাপকসহ ৩ জনের নামে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলায় আসামিদের নাম উল্লেখ করেনি পুলিশ।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা বাইপাস এলাকার ‘নিউ শাপলা আবাসিক হোটেল’ নামের আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিলিমা বেগম লিলি (১৯) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তরুণীর মা ও বাবা এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সে সময় তরুণীর বাবা জানিয়েছিলেন, মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে হোটেলে আটকে রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করেছেন হোটেলের ব্যবস্থাপক জহিরুল। এর আগে জহিরুল মেয়েকে বিয়ের জন্য আশ্বাস দিয়ে বাড়ি থেকে নিয়ে যান। পরে আটকে রেখে নির্যাতন চালিয়ে অপকর্মে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় অত্যাচারের পর তার মেয়ে হত্যাকাÐের শিকার কিংবা আত্মহত্যা করে থাকতে পারেন।