আবারও শাবিতে টিলায় অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৭:৩৪:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দুটি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে সৈয়দ মুজতবা আলী হলের পেছনের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২টি টিলায় তিন থেকে চার বিঘা জায়গা পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন, তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এদিকে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর নিয়ম করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগুন লাগছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে। এসব সম্পদের পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের হলেও তারা নীরব ভ‚মিকায় রয়েছেন। ফলে ভূপ্রকৃতি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।
অগ্নিকান্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায় নি। টিলাটি দুর্গম হওয়াতে মূল্যবান গাছের চারাও লাগানো হয়নি। অগ্নিকান্ডে আগাছা পুড়েছে, এরচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়নি।