নারী উদ্যোক্তা মেলার সমাপনী সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৩৯:৩০ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশের নারীরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন। সিলেটসহ দেশের সকল ধরনের উন্নয়ন-অগ্রগতিতে নারী সমাজ জোরালো অবদান রাখছেন। দেশের নারী সমাজের ঐক্যবদ্ধ কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা দেশকে আলোকিত পথে নিয়ে যেতে সাহায্য করছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি শনিবার বিকেল ৫টায় সিলেট নগরের জল্লারপাড়ে গ্র্যান্ড প্যালেসের তৃতীয়তলার হল রুমে ‘বাতি ফাউন্ডেশন সিলেট’ আয়োজিত ৩ দিনব্যাপী নিউ ইয়ার ওয়েলকাম ফিস্ট নারী উদ্যোক্তা মেলার সমাপনী দিনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘বাতি ফাউন্ডেশন সিলেট’-এর এক্সিকিউটিভ ফাউন্ডার ও সফল নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী। গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার এই নারী উদ্যোক্তা মেলা শুরু হয়। নারী উদ্যোক্তা মেলা প্রতিদিনই জমজমাট ছিলো। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভির ছিলো চোখে পড়ার মতো। মেলায় সকল শ্রেণি পেশার মানুষদের সরব পদচারণা ছিলো সকাল থেকে রাত পর্যন্ত। প্রায় ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৯-২১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে কাজ করেছে A H Z ASSOCIATES কো-স্পন্সর হিসেবে কাজ করেছে- নভেম ইকো রিসোর্ট, টিপটপ মার্ট, ফ্যান্টাসি সুইট ও ইপিএস। মেলা সবার জন্য উন্মুক্ত ছিলো। ‘বাতি ফাউন্ডেশন সিলেট’ আয়োজিত ৩ দিনব্যাপী নিউ ইয়ার ওয়েলকাম ফিস্ট নারী উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টলে ছিলো দেশি-বিদেশি শাড়ি, রেডি-আনরেডি থ্রি পিস, পাঞ্জাবী, টি-শার্ট, শীতের পোশাক, কসমেটিকস, জুয়েলারী সামগ্রী, শিশুদের খেলনা, হোম মেড খাদ্য পণ্য ও পিঠা পায়েসসহ বিভিন্ন পণ্যের সমাহার। বিজ্ঞপ্তি