নগরীতে হোটেল থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:৫২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাজিম উদ্দিন নাজির (৬০)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজলার হরিনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক।
রোববার দুপুর ১২টায় নগরের বন্দর বাজারস্থ হোটেল আল-ফয়েজ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। ওই হোটেলের দ্বিতীয় তলার ১২ নাম্বার কক্ষে তিনি ভাড়া থাকতেন।
জানা গেছে, প্রতিদিনের মতো নাজিম উদ্দিন নাজির ভিক্ষাবৃত্তি শেষে শনিবার রাতে হোটেলে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ঘুম থেকে না উঠলে হোটেলের কর্মচারীরা তার কক্ষে ডাকাডাকি করেন। এ সময় কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মারা যাওয়া ব্যক্তি নগরীতে ভিক্ষা করতেন।