রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:২৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ পাড়ায় গাছের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জুয়েল মিয়া (২৬)। তিনি পশ্চিম মাধবপুরের কলেজ পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
নিহতের বড় ভাই সোহেল মিয়া বলেন, আমার ভাই আতœহত্যা করেনি, তাকে কেউ হত্যা করেছে। আমাদের দাবি পুলিশ তদন্ত করে মৃত্যু রহস্য উন্মোচন করে বিচারের ব্যবস্থা করবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।