সড়ক দুর্ঘটনা আহত যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৯:১৮:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সড়ক দূর্ঘটনায় আহত যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেছে পুলিশ। তার নাম বাবলু মিয়া (৩২)। সে মহানগরীর আখালিয়ার ধানুকাটারপাড় গ্রামের সিকান্দর মিয়ার ছেলে।
এদিকে বাবলু মিয়ার পরিবার অভিযোগ করেছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাবলু মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জানিয়ে অজ্ঞাত পরিচয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। মেডিকেল রিপোর্টেও বিষয়টিকে সড়ক দুর্ঘটনা বলা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে ফোন আসে। এ সময় অজ্ঞাত ব্যক্তি জানান বাবলু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। তবে যারা ভর্তি করেছিলো তারা এর আগেই পালিয়ে যায়। বাবলুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হাসপাতাল থেকে আমাদের জানানো হয় সড়ক দুর্ঘটনায় আহত বাবলু মিয়া নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের লোকজন থানায় এসে কথা বলে গেলেও কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।