মাধবপুরে চোরাই মোবাইল-ল্যাপটপসহ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৯:৩৮:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল, ল্যাপটপসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়রা গ্রামে বিশেষ অভিযান চালিলে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হযরত আলী সিয়াম (২৩) ওই গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে মাধবপুর থানার এস.আই রাজীব কুমার রায় এর নেতৃত্বে পুলিশের একটি টিম সিয়ামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে চোরাই ১৮টি স্মার্ট মোবাইল সেট ও ১ টি ল্যাপটপ জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।