শাবিতে সোনালী ব্যাংকে চুরির চেষ্টায় আটক ১
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:০০:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সোনালী ব্যাংক শাখায় চুরি কালে এক যুবক আটক করেছে নিরাপত্তাকর্মী। এ সময় তার সাথে আরো ৪ সহযোগি পালিয়ে যায়। শুক্রবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত জালাল আহমদ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সদর উপজেলার ডলিয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী।
দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, আমরা দু’জন আনসার সদস্য ব্যাংকের ভিতরে ছিলাম। রাত ৪টার দিকে হঠাৎ কানে উচ্চ শব্দ শুনতে পাই। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভিতর দিক থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা খুলে নাই। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দিলে তারা আসলে একজনকে ধরে ফেলি। তবে তার সাথে থাকা সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।