লাখাইয়ে বৃদ্ধ খুন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:০৫:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাইয়ে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামের হিলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লালা মিয়া (৬৫) লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নত রয়েছে। তবে এখনো খুনের কারণ জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।