জকিগঞ্জে গর্ভবতী মহিলার উপর হামলা, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৫:৩৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে এক গর্ভবতী মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে।
জানা যায়, উপজেলার বারহাল ইউনিয়নে খিলগ্রামের সেলু আহমদের সাথে একই গ্রামের মুক্তা আহমদের পুত্র সুমন আহমদের পূর্ব বিরোধ ছিল। রোববার সকালে সেলু আহমদের গর্ভবতী মেয়ে সুমা বেগম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সুমন আহমদ ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় সুমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ সুমন আহমদকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।