ফের শাবি’র টিলায় আগুন : পুড়ে ছাই ৫ শতাংশ জায়গা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকালে বিশ্ববিদ্যায়লের আবাসিক বঙ্গবন্ধু হলের পেছনের টিলায় এ ঘটনা ঘটে। এতে টিলার প্রায় ৪ থেকে ৫ শতকের জায়গায় থাকা কিছু ফলজ উদ্ভিদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি ওই টিলার পার্শবর্তী অংশে দূর্বৃত্তদের আগুনে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু হলের পেছনের টিলায় বিকাল ৫টায় হঠাৎ করে আগুন দেখা যায়। এরপর মুজতবা আলী হল ও বঙ্গবন্ধু হলসহ বিভিন্ন জায়গায় দায়িত্বরত ১৫ থেকে ২০ জন নিরাপত্তাকর্মীরা গিয়ে আগুন নিয়েন্ত্রণে আনে। এতে কিছু ফলজ উদ্ভিদের কান্ড ও পাতা পুড়ে গেছে। এছাড়া উদ্ভিদের নিচে থাকা ঘাসগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ঘটনাশুনে প্রক্টরিয়াল বডি সেখানে যায়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কিছু উদ্ভিদ পুড়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায় নি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা সাধারণত সেখানে যায় বলে জেনেছি। হয়তো তাদের মধ্যে থেকে কেউ আগুন লাগাতে পারে। তবে এ ব্যাপারে আমরা খোঁজ নিয়ে দেখবো।