নবীগঞ্জে খালে যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৩, ৮:৪৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের হাকাম খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম আব্দুল আউয়াল (৩০)। তিনি উপজেলার কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের টুকচানপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে আব্দুল আউয়াল নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাননি। নিখোঁজের পরদিন বুধবার সকালে হাকাম খালে স্থানীয়রা ভাসমান অবস্থা দেখতে পান।
নিহতের ভাই আবুল কালাম বলেন, আমার ভাই আউয়াল মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি প্রায় সময় বাড়ির বাইরে ঘোরাঘুরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।