হবিগঞ্জে হোটেলে নারীর লাশ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৮:৪০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে শহরে আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে শহরের সিনেমা হল রোডের রেজা হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হোটেলের তথ্য অনুযায়ী নিহত ফরিদা বেগম (৪৫) জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা ও হোটেলটির ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, রাতে আব্দাল মিয়া ওই নারীকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সেখানে গিয়ে মরদহেটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার আব্দাল মিয়াকে আটক করা হয়েছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।