তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৭:২৩:৪৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা ভুমি অফিসের আয়োজনে র্যালী পরর্বতী উপজেলা পরিষদ গনমিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা,সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম,উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সহ সভাপতি কামাল হোসেন,জাহাঙ্গীর আলম ভুঁইয়া,রুকন উদ্দিন,আবুল কাশেম,রাজন চন্দ্র প্রমুখ।