সিলেটের তরুণীর ফেসবুক হ্যাক, তরুণ রিমাণ্ডে
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৯:২৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। এরপর সেই আইডির ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার করে দিবে বলে টাকা দাবী। এভাবে সিলেটের এক তরুণীসহ বেশ কয়েকজনকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো ২০ বছর বয়সী হ্যাকার গ্রæপের এক সদস্য। তবে শেষ রক্ষা হয়নি তার। সোমবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদে এমন প্রতারণার তথ্য পায় পুলিশ।
গ্রেফতারকৃত হ্যাকারের নাম মোশারফ হোসেন আকিল (২০)। সে রাজধানীর ডেমরা থানার ষ্টাফকোর্য়াটার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালতের বিচারক সাইফুর রহমান রিমান্ড শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার সুদীপ দাশ দৈনিক জালালাবাদকে বলেন, মোশারফ হোসেন আকিল নামের ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেইল করতো। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিলেট মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।
পুলিশ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমী-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) নামের এক ব্যক্তি ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করে মোশারফ হোসেন আকিল। কয়েক ধাপে তাদের কাছে থেকে সে ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ ৯ মাস ওই যুবক প্রতারণার আশ্রয় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে ভোক্তভোগিরা থানায় অভিযোগ করেন। এরপর সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি-সিটি এন্ড সিসি) শাহারিয়ার আলমের নেতৃত্বে সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় আকিলকে গ্রেফতার করা হয়।