গোয়াইনঘাটে খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৯:৩১:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়নের তিতকুলি হাওর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিন্দার আলী উপজেলার তিতকুল্লী হাওরের জয়দর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুম বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার জিন্দার আলীর ছেলে ও প্রতিপক্ষ সামছুল ইসলামের ছেলের মধ্যে পার্শ্ববর্তী ক্ষেতে গরু চরানো ও ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে যান। এ সময় দু’পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সামসুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে জিন্দার আলীর লোকজনের উপর হামলা চালালে কয়েকজন আহত হন। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ জিন্দার আলীকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাশেদা বেগম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।