তাহিরপুরে বর্ডারহাট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:২৮:৪৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের শেষ সীমান্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়ের শাহিদাবাদ বর্ডারহাট উদ্বোধন করা হয়েছে। এটি জেলার তৃতীয়তম বর্ডার হাট।
বুধবার দুপুরে সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকার মধ্যবর্তি স্থানে নির্মিত বর্ডার হাটটি উদ্বোধন করেন দু’দেশের দায়িত্বশীলগণ।
বেলুন ও পায়রা উড়িয়ে হাট উদ্বোধন করার পরই দু’দেশের ক্রেতা-বিক্রেতা ও উৎসাহী মানুষের ভিড় জমে। হাটে দু’দেশের দোকানিদের স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য, পান-সুপারি, সবজি, নানা জাতের মসলা, জুতা, প্রসাধন সামগ্রী বিক্রি করতে দেখা গেছে।
প্রতি সপ্তাহে একদিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন এমনকি উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান হাটটিতে বসবে।
এ উপলক্ষে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামিমা আক্তার খানম, ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সয়াল, এমএলএ খাসিয়া হিলস, পিউস মারওয়েল, ভারতের ডেপুটি ডাইরেক্টর (এমআইজেসি) ওয়ার সং, সাউথ ওয়েস্ট খাসী হিল রানীগর এডিসি লিংকর কিংজিং, ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট খাসী হিলস টি লেংগুয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, মেঘালয় ১৯৩ ব্যাটালিয়ন অধিনায়ক রাজিব শর্মা, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।