সিলেটে ছাত্রলীগ পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৮:২৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে একটি ফিলিং স্টেশনে ছাত্রলীগ পরিচয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার পীরেরবাজারস্থ আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের দুই কর্মচারী আহত হয়েছেন।
ফিলিং স্টেশনের মালিকের ছেলে নাদিম রহমান জানান, ৬-৭ জন দুর্বৃত্ত নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিয়ে লাইন ভেঙ্গে গ্যাস দিতে বলে। এ সময় দায়িত্বে থাকা স্টেশনের নজেল ম্যান রাজু ও বাদশা অপারগতা প্রকাশ করলে দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
এসএমপির শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।