নগরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৭:৪১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর লালদিঘীর পারস্থ নিলিমা ভবনের ৬ তালা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম ইন্দ্র সিংহ। তিনি পেশায় পাথর ব্যবসায়ী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে একটি কক্ষ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।