জগন্নাথপুরে বখাটের যন্ত্রণায় অতিষ্ঠ মাদ্রাসা ছাত্রী ও পরিবার
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৭:২৬:৫৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বখাটের যন্ত্রণায় এক মাদ্রাসা ছাত্রী ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামে ইলিম মিয়া ও তখলুছ আলীর পাশাপাশি ঘর। এ সুযোগে ইলিম মিয়ার বখাটে ছেলে ফাহিম মিয়া (২০) দীর্ঘদিন ধরে তখলুছ আলীর ১৬ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছে। এতে ছাত্রী রাজি না হওয়ায় নানাভাবে যন্ত্রণা ও অত্যাচার করছে। এরই জের ধরে গত ২৯ মে ওই ছাত্রী ও তার মাকে মারপিট করা হয়। এ ঘটনায় ছাত্রীর মা গেদনী বেগম বাদী হয়ে বখাটে ফাহিম ও তার পিতাকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।