সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৯:০৯:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনসহ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ এর সভাপতিত্বে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও উন্মুক্ত আলোচনা সভায় সুনামগঞ্জ শহরের পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।