ওসমানীতে হাসপাতালে শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৯:২৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে এক শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এছাড়া আরো এক শ্রমিককে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
নিহত নির্মাণ শ্রমিকের নাম নয়ন (২০) তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। আহত শ্রমিকের নাম আইয়ুব আলী(২৬)। তিনি রংপুরের বাসিন্দা ও ওসমানী হাসপাতালে নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কর্মরত।
আটকৃতরা হলো-দিনাজপুরের রুবেল(৩২), কুড়িগ্রামের নারায়নপুরের আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম, একই এলাকার মো.শহীদের ছেলে আয়নাল, ময়নাল আলীর ছেলে সাবান আলী। তারা সকলেই ওসমানী হাসপাতালের নির্মানাধীন ভবনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, শ্রমিক খুনের ঘটনায় আমরা এপর্যন্ত চারজনকে আটক করেছি। আমরা ঘটনা খতিয়ে দেখছি আসলেই কি চুরির কোন ঘটনা ঘটেছিল বা অন্য কোন কারণ আছে কি না। অপরাধী যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।