জগন্নাথপুরে শিক্ষা কার্যক্রম গতিশীলের লক্ষে প্রধান শিক্ষকদের সভা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৭:১৭:১৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে নিয়মিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, মাসুম বিল্লাহ ও রাপ্রুচাই মারমা। এতে উপজেলার ১৫৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।