সিলেটে পুলিশের ধরপাকড় শুরু, আটক ৭
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ২:১৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। ইতোমধ্যে জামায়াত ও ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
জামায়াত নেতারা জানান, নগরের রেজিস্ট্রারি মাঠে জনসভার মাঠ পরিদর্শন শেষে পুলিশের একটি দল তাদের ৭ নেতাকর্মীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে পুলিশের পাশাপাশি সিআরটি’র যৌথ দল নগরের কয়েকটি সড়কে মহড়া চালিয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।